মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১০:৪৭ পূর্বাহ্ন

সরকারি বিধিনিষেধ না মানায় ১০ কোচিং সেন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত!

রাব্বি মল্লিক, নরসিংদী খবর / ২২৬ বার
আপডেট : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

খুলনায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধ না মানায় ১০ কোচিং সেন্টারকে জারিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক ও শারমিন জাহান লুনা জানান, বৃহস্পতিবার তারা নগরীর বিভিন্ন স্থানে কাচিং সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করেছেন। কোচিং সেন্টারগুলোতে সশরীরে ক্লাস চালু রাখায় তাদের জরিমানা করা হয় বলে এ দুই ম্যাজিস্ট্রেট জানান।

এছাড়া সরকারের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখারও তাদের নির্দেশ দেয়া হয় বলে জানান তারা।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশনা রয়েছে। একই সঙ্গে লাইসেন্স গ্রহণ করে তাদের কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয়া হয়।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ খবর মিডিয়ার একটি প্রতিষ্ঠান। রাব্বি মল্লিক/এনজে

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ