সকালে চা খেতে খেতে নিউজপেপার হাতে নিয়ে দেখি “মুজিববর্ষ পে স্কেল” নামে সরকারি চাকুরীজীবিদের নতুন পে স্কেলের ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। যা গত ২০২১ সালের ১লা জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে।
১০টি ধাপে সেখানে বেতন নির্ধারণ করা হয়েছে।
সর্বনিম্ন মূল বেতন ৩২,০০০/- সর্বোচ্চ ১,০০০০০/- টাকা। খুশিতে লাফ দিতেই চায়ের কাপটা হাত থেকে পরে বিছানা ভিজে গেল। গরম চা ঠান্ডা ঠান্ডা লাগছে কেন বুঝতে পারছিনা।
চোখ মেলে দেখি ছোট বাচ্চাটা হিস্যি করে বিছানা ভিজিয়ে দিয়েছে।
মোবাইলে টাইম দেখলাম রাত ১.৩০। এতক্ষণ তাহলে স্বপ্ন দেখছিলাম।
আঃহাঃ কতইনা ভালো হতো যদি সত্যি সত্যি এমন হতো।
—– তুহী