সরকারি কর্মচারীদের পদ-পদবী পরিবর্তন এবং বেতন গ্রেড উন্নিতকরণের দাবিতে গত ১৩ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতি পালনের কথা ছিলো বাংলাদেশ বিভাগীয় কমিশনার কার্যলয়ের কর্মচারী সমিতি (বাবিককাকস) এবং বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস)।
তবে সেসময় কর্মচারীদের পদ-পদবী পরিবর্তন এবং বেতন গ্রেড উন্নিতকরণের প্রস্তাবটি অর্থমন্ত্রণালয়ের সম্মতি প্রাপ্ততার লক্ষ্যে কিছুদিন সময় প্রদানের অনুরোধ জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ। এর প্রেক্ষিতে ১৩ ফেব্রুয়ারি থেকে ঘোষিত কর্মবিরতি কর্মসূচি পেছানো হয়।
নতুন এক ঘোষণায় বলা হয়, ১৩ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ১ মার্চ থেকে প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের প্রস্তাব বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।
এদিকে আশ্বাস পূরণ না হওয়ায় ১ মার্চ থেকে কর্মবিরতি পালন করতে যাচ্ছে বাবিককাকস ও বাকাসস।গত ২৬ ফেব্রুয়ারি এক যৌথ সভায় এক কর্মসূচি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতিত ১ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত কর্মবিরতি কর্মসূচি চলবে। মাঝখানে ৭ মার্চ ১৭ মার্চ ও ২৬ মার্চ-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক ভাষণ (৭ মার্চ), জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস (১৭ মার্চ) এবং মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের (২৬ মার্চ) প্রতি শ্রদ্ধা রেখে উক্ত দিবস সমূহে কর্মসূচি স্থগিত থাকবে।