নিজস্ব প্রতিবেদক, নরসিংদী খবর ||
কিশোরগঞ্জের কটিয়াদীতে পূর্বঘোষিত সমাবেশ কর্মসূচিতে মাঠে নেই বিএনপি। তবে সকাল থেকেই মাঠে সরব ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দেশের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীর গুম, হত্যার ঘটনার প্রতিবাদে বুধবার পৌরশহরের বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডাকে উপজেলা বিএনপি।
বেশ কিছুদিন ধরে ইউনিয়ন পর্যায়ে কর্মীসভা করে এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে প্রস্তুতিও নিয়ে আসছিল বিএনপি। কিন্তু হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তন করে দলীয় নেতাকর্মীরা মাঠে না থাকায় দলের ত্যাগী নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ নিয়ে অনেককেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা গেছে।
এ দিকে সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্য রুখতে প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ আহ্বান করে উপজেলা আওয়ামী লীগ। সকাল থেকে বিকাল পর্যন্ত চলে আওয়ামী লীগের এই মিছিল-সমাবেশ।
উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলিপ বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা নৈরাজ্য সৃষ্টি করে জানমালের ক্ষয়-ক্ষতি এবং আমাদের বিরুদ্ধেই মামলা দিয়ে হয়রানি করতে পারে। তাই আমরা সংঘাত এড়াতে পূর্বঘোষিত কর্মসূচি বাস্তবায়নে মাঠে যাইনি।’
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য বিএনপি এবং জামায়াত দেশের বিভিন্ন স্থানে যে নৈরাজ্য সৃষ্টি করছে তা প্রতিহত করার জন্যই আমরা এই প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ করেছি।’
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /নরসিংদী খবর