বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০১:৪৯ পূর্বাহ্ন

সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধ,র্ষণের অপরাধে ২ যুবক গ্রেপ্তার!

রাব্বি মল্লিক, নরসিংদী খবর / ১৯৪ বার
আপডেট : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

লালমনিরহাটের কালীগঞ্জে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধ র্ষণের ঘটনা ঘটেছে। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে রাতভর তাকে ধ র্ষণ করা হয় এমন অভিযোগ উঠেছে।

এ ঘটনায় পুলিশ দুই যুবককে আটক করেছে। মঙ্গলবার দুপুরে ওই ছাত্রীর মা কালীগঞ্জ থানায় দুজনকে আসামি করে মামলা করেন। আটকরা হলেন, ওই উপজেলার হররাম এলাকার আঞ্জু মিয়ার ছেলে রিপন মিয়া (২৮) ও আহম্মদ আলীর ছেলে মনির উদ্দিন (১৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত রোববার ওই স্কুলছাত্রীকে বাড়িতে একা পেয়ে রিপন মিয়া ও মনির উদ্দিন জোর করে তুলে নিয়ে পাশের পরিত্যক্ত একটি বাসায় নিয়ে গিয়ে ধ র্ষণ করেন।

বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও ওই রাতে তার কোনো খোঁজ পাননি। পরদিন সকালে সতী নদীর ধারে স্কুলছাত্রীকে ফেলে পালিয়ে যান তারা।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা।কালীগঞ্জ থানার ওসি গোলাম রসুল এ ঘটনার সত‌্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ খবর মিডিয়ার একটি প্রতিষ্ঠান। রাব্বি মল্লিক/এনজে

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ