মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৬:৪৪ অপরাহ্ন

সন্ধ্যার পর বের হওয়ার সাহস পাচ্ছে না দিনাজপুরের কয়েকটি গ্রামের মানুষ

প্রতিনিধির নাম / ৬৬ বার
আপডেট : শুক্রবার, ১ জুলাই, ২০২২

দিনাজপুর সদরের ৪ গ্রামে শুরু হয়েছে শেয়ালের আতঙ্ক। সন্ধ্যা হলেই ঘরের বাইরে বের হওয়ার সাহস পাচ্ছে না কেউ। এরই মধ্যে শেয়ালের আক্রমণে আহত হয়েছেন অন্তত ১০ জন। আতঙ্কে দিনের বেলাতেও লাঠি হাতে ঘুরে বেড়াচ্ছেন গ্রামের মানুষ।

অর্ধশতাধিক হাঁস-মুরগিও ধরে নিয়ে গেছে শেয়াল। প্রাণিসম্পদ কর্মকর্তা বলছেন, খাদ্য সংকটে লোকালয়ে চলে আসছে বন্যপ্রাণী। গেলো এক সপ্তাহ ধরে দিনাজপুর সদরের উলিপুর, মাহমুদপুর, খামার ঝাড়বাড়ী ও হাজীপাড়া গ্রামে বেড়েছে শেয়ালের উৎপাত।

গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছিয়া বেওয়া নামের এক নারী। এরইমধ্যে একটি শেয়ালকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। তবে তাতে কমেনি উপদ্রব। শেয়ালের আক্রমণ থেকে রক্ষায় গ্রামজুড়ে টহল দিচ্ছে স্থানীয়রা। সন্ধ্যার পর জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ।

দিনাজপুর সদরের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা বলছেন, বনের পরিমাণ কমে যাওয়া এবং খাদ্য সংকটে লোকালয়ে চলে আসছে শেয়ালগুলো।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ