দিনাজপুর প্রতিনিধি।। সজিবের ‘লালবাবু’র দাম ৩ লাখ টাকা
লালচে ও কালো রঙের আকর্ষণীয় গরুটি নাম ‘লালবাবু’। আকার-আকৃতি ও বাহ্যিক সৌন্দর্যও বাবুর মতো। বর্তমানে ওজন ১৪ মণ। দাম প্রায় ৩ লাখ টাকা।
গরুটি লালন-পালন করছেন দিনাজপুরের হিলি সীমান্তের চুড়িপট্টি গ্রামের সজিব আহমেদ।তিনি জানান, অনেকটা শখের বশে একটি গাভি কিনেছিলেন। সেই গাভি জন্ম দেয় পাকিস্তানি সায়ওল জাতের আঁড়িয়া বাছুর
ছোট থেকেই বাছুরটি মন কেড়ে নেয় পরিবারের সবারই। তাই তার নাম রাখা হয়েছে ‘লালবাবু’।
সজিব আহমেদ বলেন, ‘লালবাবু’র পেছনে প্রতিদিন ব্যয় হয় প্রায় ৮০০ থেকে ৯০০ টাকা। দিনে খাবার হিসেবে লাগে ১৫ কেজি ভুষি, খড় ও ঘাস
সজিব আহমদের ছেলে হোসাইন আহমেদ বলেন, ‘লালবাবু’কে অনেক ভালোবাসি। ওর সঙ্গে সব সময় খেলা করি, তাকে যা বলি তাই শোনে। সজিব আহমেদের স্ত্রী রাইজিংবিডিকে বলেন, গরুটি বিক্রি হবে, তাই খুব কষ্ট পাচ্ছি। ‘লালবাবু’র সঙ্গে অনেক স্মৃতি।
প্রতিদিন দুপুর ১২টার সময় গোসল করাতে হয়। গোসল না করে দিলে সারাদিন কিছুই মুখে দেয় না। বৃহস্পতিবার সকাল থেকে ‘লালবাবু’ কিছুই খাচ্ছে না। মনে হয় বুঝতে পেরেছে তাকে বিক্রি করে দেওয়া হবে।
সজিব আহমেদ রাইজিংবিডিকে বলেন, কোরবানির ঈদ সামনে অনেকেই আসছেন ‘লালবাবু’কে কিনতে। ২ লাখ ২০ হাজার মতো দাম করছেন, তবে ২ লাখ ৭০ হাজার হলে বিক্রি করবো। দামের চেয়ে খরচ বেশি হয়েছে।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল