সোমবার, ০৫ জুন ২০২৩, ০৮:১৫ অপরাহ্ন

সকল শিক্ষকদের উদ্দেশ্যে কঠোর ভাবে যা বললেন উপমন্ত্রী!

রাব্বি মল্লিক / ১৬৩ বার
আপডেট : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। নতুন কারিকুলাম বাস্তবায়নে সর্বোচ্চ মনোযোগ দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার এনসিটিবিতে অনুষ্ঠিত নতুন কারিকুলামের পাঠদান উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মহিবুল হাসান চৌধুরী বলেন, শিক্ষকদের প্রতি বিনীত অনুরোধ রাখবো-কারিকুলামের সর্বোচ্চ মান নিশ্চিত করতে এবং সর্বাধুনিক করতে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষকদের সর্বোচ্চ মনোযোগ চাই। দক্ষতা ও মান অর্জনে সর্বোচ্চ কাজ করতে হবে আপনাদের।

উপমন্ত্রী বলেন, পাইলটিং যেটা হচ্ছে, তাতে শিক্ষকরাই জানবেন কোথায় কোথায় দূর্বলতা রয়েছে। সব শিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা এক নয়, সব শিক্ষার্থীর সক্ষমতাও এক নয়। এই বিষয়গুলির দিকে লক্ষ্য রাখতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। একইসঙ্গে নতুন কারিকুলাম বাস্তবায়নে কোনো সমস্যা দেখা দিলে তা শিক্ষা মন্ত্রণালয়কে জানাতে সবার প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ