বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৫ পূর্বাহ্ন

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন টাঙ্গাইল-৭ আসনে উপনির্বাচনে বিজয়ী শুভ!

রাব্বি মল্লিক, নরসিংদী জার্নাল / ২০৬ বার
আপডেট : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন টাঙ্গাইল-৭ আসনে উপনির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী খান আহমেদ শুভ। শনিবার (২২ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনে শপথকক্ষে শপথ নেন তিনি। নবনির্বাচিত এই সংসদ সদস্যকে শপথবাক্য পড়ান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব তন্দ্রা শিকদারের সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম। এ সময় সংসদ সচিবালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। শপথ শেষে রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন খান আহমেদ শুভ।

১৬ জানুয়ারি টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী খান আহমেদ শুভ ৮৭ হাজার ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির জহিরুল হক জহিরকে পরাজিত করেন।

গত বছরের ১৬ নভেম্বর এ আসনের সংসদ সদস্য একাব্বর হোসেন মারা যান। এর পরই নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ