জ্যেষ্ঠ প্রতিবেদক, নরসিংদী জার্নাল।। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জা’মাত সকাল ৮টায়
বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত রোববার (১০ জুলাই) সকাল ৮টায় হবে।
আজ শুক্রবার (৮ জুলাই) জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ, হুইপবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মচারীসহ স্থানীয় মুসল্লিরা এ জামাতে অংশ নেবেন।
উল্লেখ্য, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের নামাজের জামাত সবার জন্য উন্মুক্ত।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল