ছবি সংগ্রহীত
শ্রীলঙ্কার স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জ্বালানি তেল নেয়ার দীর্ঘ লাইনে অপেক্ষা করতে করতে অন্তত আট জনের মৃত্যু হয়েছে।
চামিন্দা পুষ্পা কুমারা তাদেরই একজন।
ড্রাইভিংয়ের চাকরি ঠিকভাবে করার জন্য বাসে জ্বালানি ভরাটাও তার গুরুত্বপূর্ণ কাজ ছিল।
আর সেটা করতে তেলের দীর্ঘ লাইনে অপেক্ষাও করতে হতো তাকে।
আবার জ্বালানির জন্য নিজেদের মধ্যে মারামারির একটি পর্যায়েও নিহত হওয়ার ঘটনা ঘটে।
তবে এমন অভিযোগ অস্বীকার করেছে শ্রীলঙ্কার সরকার।
এরকম মারা যাওয়া এক ব্যক্তির পরিবারের সাথে কথা বলেছে বিবিসি।
সৌদি আরবে মেয়েদের যেসব কাজের জন্য পুরুষদের অনুমতির প্রয়োজন হয়
সৌদি আরবে নারীদের অনেক গূরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে পুরুষ অভিভাবকের অনুমতি নিতে হয়। সেই অভিভাবক বাবা, ভাই, স্বামী বা পুত্র হতে পারে।
কিশোরী রাহাফ মোহাম্মেদ আল কুনুন সৌদি থেকে পালিয়ে আলোচনার জন্ম দেন। তিনি জানিয়েছেন আর পেছনে ফিরতে চাননা।
কারণ সেখানে শিক্ষা, বিয়ে, ভ্রমণ ও বিচারসহ যেকোন ক্ষেত্রে নারীদের পুরুষদের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়।
সূত্র বিবিসি বাংলা
কাক গণতন্ত্র চর্চা করে, বলছে গবেষণা
নতুন এক গবেষণা বলছে, এক দল কাক গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেদের মধ্যে আলোচনা করে নেয়।
বিশেষ করে, বাসস্থান বা এলাকা বদলের আগে সব কাক বসে গণতান্ত্রিকভাবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।
প্রায় ৪০ হাজার জ্যাকডো প্রজাতির কাকের ওপর যুক্তরাজ্যের এক্সটার বিশ্ববিদ্যালয় একটি গবেষণা চালায়। সেখানে এমন তথ্য মিলেছে।