ছবি সংগ্রহীত
এবার রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটের পরও এশিয়া কাপ আয়োজনের চেষ্টায় বদ্ধপরিকর ছিল শ্রীলঙ্কা। তবে এ সিদ্ধান্ত থেকে সরে টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে হতে পারে বলে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সেক্রেটারি মোহন ডি সিলভা। আজ রবিবার ১৭ জুলাই ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এ তথ্য জানিয়েছে।
এদিকে ক্রিকবাজকে ডি সিলভা জানান, ‘ছয় জাতির এশিয়া কাপের ভেন্যু হিসেবে এখনো শ্রীলঙ্কার নামই আছে। তবে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ ছাড়লেও রাজনৈতিক অস্থিরতা বিরাজমান। তাই এটি পরিবর্তন হয়ে খুব সম্ভবত সংযুক্ত আরব আমিরাতে হতে পারে টুর্নামেন্টটি। এ বিষয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল খুব দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’
তিনি জানান আরও, “আমরা যে পরিস্থিতিতে এখন পর্যন্ত আছি তাতে এসব বিষয়ে ভাবাটাও কঠিন। তবে এর মাঝেও আমরা খুবই আত্মবিশ্বাসী যে আমরা টুর্নামেন্টটি আয়োজন করতে পারবো। এদিকে আমরা অস্ট্রেলিয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করলাম। পাকিস্তানও এসেছে দেশে।”
এবারের এশিয়া কাপে অংশ নেবে আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাছাইপর্ব উতরে আসা একটি দল। টুর্নামেন্টটি ২৭ আগস্ট শুরু হয়ে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে
আরও পড়ুনঃ ??
মধ্যরাতে পাপনকে ফোন দিয়েছিলেন প্রধানমন্ত্রী
এবার উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের ন্যায় শেষ ম্যাচেও স্বাগতিকদের কম রানেই বেঁধে ফেলে বাংলাদেশ। ১৭৯ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা শঙ্কার মুখে পড়েছিল সফরকারীরা। ২০ রানেই হারিয়ে বসেছিল ৩ উইকেট। পুরো দেশের ক্রিকেটপ্রেমীদের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তখন উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন।
আজ রবিবার ১৭ জুলাই বিসিবির এক সভা শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তামিম আউট হয়ে যাওয়ার পর আমাকে ফোন করেন। উনি খুব চিন্তিত ছিলেন। আমি বললাম, অসুবিধা নেই, ইনশাআল্লাহ আমরাই জিতব। আপনি চিন্তা করবেন না।’
তিনি বলেন, ‘উইনিং শটের পরপরই আবারও ফোন করেন তিনি। তখন খুব সম্ভবত রাত পৌনে তিনটা, বললেন (বাংলাদেশ দল) ভালো খেলেছে। আমি বললাম, আপনি এত রাত পর্যন্ত জেগে আছেন! উনি বললেন, চিন্তায় ঘুমাতে পারিনি। অবিশ্বাস্য। এত ব্যস্ততার পরও উনি খেলাগুলো দেখছেন।’
এদিকে প্রধানমন্ত্রীর ক্রিকেট অনুরাগের কথা সবারই জানা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা হলে প্রায়শই গ্যালারিতে দেখা মেলে তার। দেশের বাইরে খেলা হলেও ব্যস্ত সূচির মধ্য থেকে সময় বের করে খেলা দেখেন তিনি।
টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজে হালে পানি না পেলেও ওয়ানডে সিরিজের শিরোপা স্বাগতিকদের রীতিমত তুলোধুনো করে ৩-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।