শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩২ অপরাহ্ন

শ্রাবন্তীর কেনাকাটা শেষে বাড়ি ফেরা হলো না 

প্রতিনিধির নাম / ৭৫ বার
আপডেট : শনিবার, ৯ জুলাই, ২০২২

কুমিল্লা জেলা প্রতিনিধি।। শ্রাবন্তীর কেনাকাটা শেষে বাড়ি ফেরা হলো না 

কুমিল্লার লাকসামে ট্রাকচাপায় সাহিদা সুলতানা শ্রাবন্তী (১৯) নামে এক কলেজছাত্রী নি’হত হয়েছে। শুক্রবার (৮ জুলাই) দুপুরে কুমিল্লা-নোয়াখালী সড়কের লাকসাম উত্তরদা ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ওই কলেজছাত্রী লাকসাম উপজেলার উত্তরদা গ্রামের ফয়েজ আহমেদ ভূঁইয়ার মেয়ে। তিনি গণ উদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।

পুলিশ ও পরিবার সূত্র জানা যায়, লাকসামে মার্কেটে যাওয়ার জন্য সাহিদা সুলতানা শ্রাবন্তী সকালে বাড়ি থেকে বের হন। কেনাকাটা শেষে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের পাশে চন্দনা বাজার এলাকায় শ্রাবন্তীকে নামিয়ে দিয়ে তার মামা মোটরসাইকেল নিয়ে চলে যায়।

উত্তরদা ইউনিয়ন পরিষদের সামনে যেয়ে তিনি সড়ক পারাপারের সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম চৌধুরী বলেন, কুমিল্লা-নোয়াখালী সড়কের চন্দনা বাজার ও উত্তরদা ইউনিয়ন পরিষদের সামনে সড়ক পারাপারের সময় কুমিল্লাগামী একটি ট্রাক ওই কলেজছাত্রীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃ’ত্যু হয়।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ