শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ১০:১৭ পূর্বাহ্ন

শেখ হাসিনাকে চিঠি দিয়ে শোক জানালেন নরেন্দ্র মোদি

প্রতিনিধির নাম / ১৩৩ বার
আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২

ছবি সংগ্রহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার (৭ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, চট্টগ্রামের কনটেইনার ডিপোতে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ও আহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো ওই চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ প্রদান ও পুনর্বাসনের লক্ষ্যে বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার ক্ষেত্রে তার সদিচ্ছা ব্যক্ত করেন।

চিঠির শেষে নরেন্দ্র মোদি আবারও তার সরকার এবং ভারতের ভ্রাতৃপ্রতিম জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন
সূত্র সময়ের কন্ঠস্বর

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ