ছবি সংগ্রহীত
শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী শেখ হাসিনা ও মোদী
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুভেচ্ছা বার্তায় মোদী বলেন, দুই দেশের জনগণের উন্নতির সঙ্গে সঙ্গে এ উৎসব আমাদের ত্যাগ ও ভাগ করে নেওয়ার গুণাবলীর কথা স্মরণ করিয়ে দেয়৷ বিশেষ করে আমাদের কম ভাগ্যবান জনগণের সঙ্গে, যারা আমার ও আপনার সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে চমৎকার সহযোগিতা ও অংশীদারত্বকে আরও জোরদারে আমাদের শেয়ার করা অঙ্গীকার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যমগুলোর একটি। এর মধ্যে দিয়ে আমরা আন্তর্জাতিক ক্রমবর্ধমান চ্যালেঞ্জ সত্ত্বেও আমাদের নাগরিকদের জন্য অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি চালিয়ে যেতে পারি।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে অনেক বিষয় নিয়ে আলোচনার জন্য অপেক্ষায় রয়েছেন বলেও জানিয়েছেন নরেন্দ্র মোদী।
আরও পড়ুনঃ ??
সরকারবিরোধী আন্দোলনে উত্তাল আর্জেন্টিনা
রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজের বাসভবনের সামনে প্রতিবাদরত আর্জেন্টাইনরা।
সরকারবিরোধী আন্দোলনে উত্তাল এখন দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা। প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের পদত্যাগের দাবিতে তার বাসভবনের সামনে জড়ো হয়ে আন্দোলন করছেন বিক্ষোভকারীরা।
শনিবার (৯ জুলাই) দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী বুয়েনস আয়ার্সে সকাল থেকেই জড়ো হন বহু মানুষ। সরকারকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে পদত্যাগের দাবি জানান তারা। অর্থনৈতিক সঙ্কট ও গলার কাঁটা হয়ে থাকা জাতীয় ঋণ থেকে মুক্তির দাবিতে তারা স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।
প্রসঙ্গত, কয়েক বছর ধরেই মুদ্রাস্ফীতিসহ বিভিন্ন কারণে ব্যাপক অর্থনৈতিক সঙ্কটে ভুগছে আর্জেন্টিনা। দিনে দিনে অবনতি হয়েছে পরিস্থিতির। অনেকেই এর জন্য দায়ী করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল সংস্থা আইএমএফকে। কারণ হিসেবে বিক্ষোভকারীরা জানিয়েছেন, আইএমএফের কঠোর নীতির কারণেই আর্জেন্টিনার এই পরিস্থিতি।