বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৬:১০ অপরাহ্ন

‘শেখের বেটি ঘর দিছে, আল্লাহ বাঁচায়া রাখুক তারে’

শরীয়তপুর, জেলা প্রতিনিধি, নরসিংদী জার্নাল / ৮০ বার
আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
‘শেখের_বেটি_ঘর_দিছে,_আল্লাহ_বাঁচায়া_রাখুক_তারে’

শরীয়তপুর, জেলা প্রতিনিধি, নরসিংদী জার্নাল || ‘শেখের বেটি ঘর দিছে, আল্লাহ বাঁচায়া রাখুক তারে’

২০ বছর আগে অসহায় বৃদ্ধা জয়মালা বেগম (৬৫) তার স্বামী মা’রা গেছেন। তারপর থেকে কখনো থাকতেন অন্যের বাড়ি আবার কখনো থাকতেন বাবার বাড়ি।

তিন ছেলেকে অনেক কষ্টে বড় করেন তিনি। পরে ছেলেরা বিয়ে করে বউ নিয়ে তাকে ছেড়ে অন্য জায়গায় চলে যান। তাই থাকার জন্য ছিল না কোনো নির্দিষ্ট স্থান।

মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান কার্যক্রম অনুষ্ঠানে ঘর পেয়েছেন শরীয়তপুরের ডামুড্যার জয়মালা বেগম। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে তৃতীয় পর্যায়ে (২য় ধাপে) সারা দেশে ২৬ হাজার ২২৯টি পরিবারকে জমিসহ ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঘর পেয়ে জয়মালা বেগম বলেন,  আজ অনেক বছর চোখে দেখিনা। স্বামীহারা, ছেলে থাকতেও নেই। থাকার মতো ঘরও ছিল না। মাথা গোঁজার ঠাঁই হলো এখন। থাকার জন্য শেখের বেটি আমাকে একটি ঘর দিয়েছেন। আল্লাহ তাকে ভালো রাখবেন। বাঁচিয়ে রাখবেন দীর্ঘদিন।’

জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় প্রথম পর্যায়ে ৬৯৯টি, দ্বিতীয় পর্যায়ে ১২০০টি ও তৃতীয় পর্যায়ে ৩৩১টি ঘর প্রদান করা হয়েছে। এর মধ্যে তৃতীয় পর্যায়ের ২য় ধাপে ১৩৮টি ঘর প্রদান করা হয়। এছাড়াও জেলার ডামুড্যা উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়।

উপকারভোগী শিমু বলেন, ‘আমার স্বামী দীর্ঘদিন ধরে বিছানায় পড়ে আছেন। কোনো কাজ করতে পারেন না। আমি মানুষের বাড়িতে কাজ করে যা পাইতাম তা দিয়ে সংসার ও স্বামীর ওষুধের খরচ চলাতাম। বাসা ভাড়া করে থাকতাম। এখন একটি ঘর হয়েছে, মাথা গোঁজার ঠাঁই হয়েছে।’

আরেক উপকারভোগী সালমা বলেন, ‘স্বামী থাকতেই আমার ছেলেমেয়েরা কোনো খোঁজ-খবর রাখত না। ১২ বছর আগে আমার স্বামী মারা যান। স্বামীর মৃ’ত্যুর পর আমি একা হয়ে যাই। যতটুকু সম্পদ ছিল স্বামীর তাও তার অসুস্থতার কারণে বিক্রি করা হয়। আমার যা সম্পত্তি ছিল তা ভাইয়েরা নিয়ে যায়। এর পর থেকে আমার থাকার মতো কোনো জায়গা ছিল না। প্রধানমন্ত্রী আমাকে থাকার জন্য একটি ঘর দিয়েছেন। সেখানে আমি থাকব।’

প্রধানমন্ত্রী ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করার পর শরীয়তপুর জেলা প্রশাসক পারভেজ হাসান জেলার ডামুড্যা উপজেলার ৩১ জনের হাতে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। হিমেল/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ