চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দোকান থেকে নুডুলস চুরির অপরাধে এক কিশোরকে বৈদ্যুতিক খুঁটিতে বেধে নির্যাতন করেছে দোকান মালিক। গতকাল মঙ্গলবার দুপুরে আলমডাঙ্গা শহরের হাফিজ মোড়ের ব্যবসায়ী আমানুল্লাহ তার দোকান থেকে নুডুলস চুরির অভিযোগ তুলে সাদ্দাম নামের এক কিশোরকে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে প্রচন্ড মারধর করেন। কিশোরকে নির্যাতনের সেই ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানায়, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের সুতাইল গ্রামের আমানুল্লাহ দীর্ঘদিন আলমডাঙ্গা শহরের হাফিজ মোড়ে মুদিখানার ব্যবসা করে আসছেন।
মঙ্গলবার দুপুরে আমানুল্লার দোকান থেকে উপজেলা শহরের রাধিকাগঞ্জের কিশোর সাদ্দাম হোসেন দুই প্যাকেট নুডুলস চুরি করে বলে অভিযোগ ওঠে। চুরির অভিযোগে দোকান মালিক আমানুল্লাহ বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে কিশোরকে মারধর করতে থাকেন।
দোকানদার শেখ আমানুল্লাহ দাবী করেছেন, বিভিন্ন সময়ে আমার প্রতিষ্ঠানের চুরির ঘটনা ঘটতো। এতে আমি অতিষ্ঠ ছিলাম। কিছুতেই চোর ধরতে পারতাম না। দুপুরে কিছু নারিকেল তেল ও নুডুসল এর প্যাকেট চুরির সময় হাতেহাতে ধরা হয় ঐ কিশোরকে। তবে তাকে দোকানের খুঁটিতে বেধে মারধর করাটা আমার ঠিক হয়নি।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে সাদ্দামকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে নির্যাতনের ভিডিও দেখেছেন। চুরির ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।