শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:১৬ পূর্বাহ্ন

শীত না থাকা স্বর্থেও কুড়িগ্রামে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ!

রাব্বি মল্লিক / ১৩৯ বার
আপডেট : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

কুড়িগ্রামে তুলনামূলক শীত অনুভূত না হলেও জেলাজুড়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান বলেন, টানা কয়েকদিন শৈত্যপ্রবাহ চলার পর তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত ছিল। কিন্তু শনিবার শীতের মাত্রা অতি সামান্য হলেও জেলাজুড়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।

তবে আগামীকাল থেকে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

এদিকে শীত কম থাকলেও হিম ঠান্ডা বাতাসে কষ্ট পাচ্ছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। ঠান্ডা উপেক্ষা করেই জীবিকার সন্ধানে ছুটে চলেছেন শ্রমজীবী মানুষজন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ