বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০২:০৬ পূর্বাহ্ন

শিল্পী সমিতির নির্বাচনের জন্য মেয়ের কাছে ভোট চাইলেন বাবা!

রাব্বি মল্লিক, নরসিংদী খবর / ১৯৭ বার
আপডেট : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

আর কয়েকদিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পী সমিতির নির্বাচন।এবারই প্রথম ভোট দেবেন সদ্য সংগঠনটির সদস্য হওয়া নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।প্রথমবার ভোটার হয়ে ভীষণ উচ্ছ্বসিত দীঘি।

দীঘির বাবা অভিনেতা সুব্রত বরাবরই শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়ে আসছেন। এ বছর তিনি মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন।

রোববার (২৩ জানুয়ারি) বিকালে অনুষ্ঠিত হয়েছে মিশা-জায়েদ প্যানেলের পরিচিতি। সেখানেই হাজির হন দীঘি। এক পর্যায়ে সাংবাদিকদের মুখোমুখি হন এই তরুণী। তখন তার বাবা আনুষ্ঠানিকভাবে মেয়ের কাছে ভোট চান।

সুব্রত বলেন, ‘প্রার্থনা ফারদিন দীঘি, তুমি এবার প্রথম ভোটার হয়েছো। তুমি জানো যে সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত দাঁড়িয়েছে। সে তোমার কী হয়, তা জানার দরকার নেই। তুমি এবার প্রথম ভোটার হিসেবে সুব্রতকে তোমার ভোট প্রদান করবে। এটাই আমি মনেপ্রাণে কামনা করি।’

এদিকে বাবার জয় নিয়ে শতভাগ আশাবাদী দীঘি। তিনি বলেন, ‘বাবাকে আমি কখনও নির্বাচনে হারতে দেখিনি। তিনি সবসময় তার কর্মগুণে জয়ী হয়েছেন।

আমি মনে করি আমার ভোট চাওয়ার জন্য বাবা জিতে যায় এমনটা নয়। তিনি সকলের পছন্দের মানুষ। তাকে আপন মনে করে প্রতিবার সবাই ভোট দেয়।’

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ