শাশুড়ির ওপর অভিমান: সেতু থেকে লাফ দিলেন গৃহবধূ নিখোঁজ গৃহবধূ মিম খুলনায় শাশুড়ির ওপর অভিমান করে খানজাহান আলী (রূপসা) সেতুর উপর থেকে রূপসা নদীতে লাফ দিয়েছেন মিম আক্তার (১৭) নামে এক গৃহবধূ। এরপর থেকেই ওই গৃহবধূ নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১৮ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। ওসি এনামুল হক জানান, সোমবার রাতে ঘটনার পরপরই স্থানীয় ডুবরি দল গৃহবধূর সন্ধানে নদীতে তল্লাশি চালাতে শুরু করে। এরপর ফায়ার সার্ভিসের সদস্য, কোষ্টগার্ড ও পুলিশ এসে নদীতে গৃহবধূর সন্ধান করতে থাকে। মঙ্গলবার সকালে তার খোঁজে আবারো অভিযান শুরু হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি। নিখোঁজ গৃহবধূর পারিবার সূত্রে জানা গেছে, নগরীর লবনচরার মোল্লাপাড়া এলাকার ড্রাইভার গলির বাসিন্দা জালাল ফকিরের মেয়ে মিম ও জাফর ফকিরের ছেলে আলী আকবর ফকিরের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। চার মাস আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। মিমের শ্বশুর জাফর ফকির জানান, সোমবার দুপুরে চুল আঁচড়ানো কেন্দ্র করে শাশুড়ির সঙ্গে মিমের কথা কাটাকাটি হয়। সন্ধ্যায় ছেলে কাজ শেষে বাড়ি ফিরে মিমকে ঘরের ভেতরে দেখে। পরে আর মিমের দেখা পাওয়া যায়নি। এর কিছুক্ষণ পরে লোকমুখে জানতে পারেন মিম রূপসা ব্রিজের দিকে গেছেন। সেতুর কাছে গিয়ে তারা জানতে পারেন মিম সেতুর ওপর থেকে নদীতে লাফ দিয়েছেন। পরে খবর পেয়ে মিমের সন্ধানে কোষ্টগার্ড, নৌ পুলিশ, ডুবরী দল ও পুলিশ ট্রলারযোগে নদীর বিভিন্নস্থানে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। রূপসা নৌ ফাঁড়ির অফিসার ইনচার্জ মুন্নাফ হোসেন জানান, রাতে ওই গৃহবধূ রূপসা সেতুতে উঠে নদীতে ঝাঁপ দেয়। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুর আড়ারইটা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।