সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৭ পূর্বাহ্ন

শাকিব ছাড়া বাংলাদেশের সিনেমা চলেনি, চলবে না: আহমেদ শরীফ

প্রতিনিধির নাম / ২৬৫ বার
আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে মহাসমারোহে বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় শাকিব খান অভিনিত ‘গলুই’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ঢাকাই সিনেমার কিং খান খ্যাত শাকিব খান। আরও উপস্থিত ছিলেন অভিনেতা আহমেদ শরীফ, শামীম শাহেদসহ আরও অনেকে।

এসময় আহমেদ শরীফ ভূয়সী প্রশংসায় করে বলেন, “এই শাকিব ছাড়া বাংলাদেশের সিনেমা চলেনি, চলবে না। কোনোদিনই না। আবারও প্রমাণ হয়েছে ‘গলুই’ দিয়ে যে, শাকিবই বাংলাদেশের প্রাণ; বাংলাদেশের দর্শকদের হৃদয়। এই শাকিবই বিশটি বছর এই চলচ্চিত্রকে ধরে রেখেছে। আমি ওর জন্য দোয়া করি।”

উল্লেখ্য, ২১ জুলাই পর্যন্ত ৪টি করে মোট ২৮টি শো চলবে গলুই সিনেমার। এ ছাড়া মাসব্যাপী যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সিনেমাটি প্রদর্শিত হবে। সিনেমাটির মুক্তি উপলক্ষে নিউইয়র্কে গেছেন সিনেমাটির পরিচালক এস এ হক অলিক। যুক্তরাষ্ট্রে প্রথমবার সিনেমা রিলিজ নিয়ে বেশ উচ্ছ্বসিত শাকিব খান।

গত ঈদুল ফিতরে বাংলাদেশে গলুই সিনেমাটি মুক্তি পেয়েছিল। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ