শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:৩০ পূর্বাহ্ন

শাওনের ভাইয়ের মা,মলায় বিএনপির বিস্ময়, চাপের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ১৩৮ বার
আপডেট : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক || শাওনের ভাইয়ের মা,মলায় বিএনপির বিস্ময়, চাপের অভিযোগ।

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সং,ঘর্ষে নি,হত যুবকের পরিবার বিএনপির বিরুদ্ধে মা,মলা করার পর দলটি বিস্ময় প্রকাশ করেছে। তারা অভিযোগ করছে পুলিশের দিকে। বলছে, পুলিশ চাপ দিয়ে এই মা,মলা করিয়েছে।

তবে এই অভিযোগ অস্বীকার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি বলছে, চাপ দিয়ে মা,লা করার যুগ আর নেই।

বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন শাওন প্রধান নামে এক যুবক। তাকে যুবদল কর্মী দাবি করে দুই দিনের প্রতিবাদ কর্মসূচিও দিয়েছে বিএনপি।

তবে গত রাতে এ ঘটনায় করা একটি মা,মলা বিএনপিকে হতবুদ্ধি করে দিয়েছে। শাওনের ভাই মিলন হোসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় যে হ,ত্যা মা,মলা করেছেন, তাতে আসামি করা হয়েছে বিএনপি ও তার সহযোগী সংগঠনের পাঁচ হাজার নেতাকর্মীকে।

মা,মলায় বলা হয়, ‘বেলা পৌনে ১১টার দিকে ২ নম্বর রেলগেট এলাকা দিয়ে শাওন প্রধান যাওয়ার সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পুলিশের ওপর আ,ক্রমণ করতে থাকেন। এ সময় অবৈধ অ,স্ত্রের গু,লি ও ইটের আঘাতে শাওন মাথা ও বুকে গুরুতর আঘাত পেয়ে রাস্তায় পড়ে যান।

‘তাৎক্ষণিকভাবে রাস্তার লোকজন গুরুতর আ,হত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃ,ত ঘোষণা করেন।’

এ মা,মলার তথ্যে বিস্ময় প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সভাপতি সাখাওয়াত হোসেন খান।  তিনি বলেন, ‘শাওনের পরিবারকে চাপ সৃষ্টি করে আমাদের বিরুদ্ধে মা,মলা করিয়েছে পুলিশ।’

তিনি বলেন, ‘এই সরকার ও এই সরকারের প্রশাসন মিথ্যার ওপর প্রতিষ্ঠিত। তারাই আমাদের ওপর আ,ক্রমণ করল, আবার তারাই আমাদের নামে মা,মলা করছে। আমাদের শত শত নেতাকর্মীকে আ,ত করেছে, একজনকে নি,হত করেছে আবার হ,ত্যা মা,মলা করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।’

সাখাওয়াত বলেন, ‘আমি মনে করি, যেহেতু পুলিশ গু,লি করেছে, তাই তাদের বিরুদ্ধে মা,মলা হওয়া দরকার।’

শাওনের ভাইয়ের মামলার বিষয়ে মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল বলেন, ‘এটি প্রশাসনের নোংরামি। শাওন আমাদের কর্মী। আমাদের কর্মীকে হ,ত্যা করল, আবার তার ভাইকে দিয়ে বিএনপি নেতাকর্মীদের নামে মা,মলা করাল। এটা গণতান্ত্রিক সভ্য দেশের কর্মকাণ্ড না। এটা তো অসভ্য দেশের কাজ।’

এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ