ছবি সংগ্রহীত
শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে উল্টে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ মে) সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পাপরাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা ও শরীয়তপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খুলনা থেকে চট্রগ্রামের উদ্দেশ্যে অন্তত ৪৫ থেকে ৫০ জন যাত্রী নিয়ে অথৈই পরিবহনের বাসটি যাচ্ছিল।
পথমধ্যেই ভেদরগঞ্জ উপজেলার আঞ্চলিক মহাসড়কের পাপরাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায় বাসটি। ঘটনার পর স্থানীয়রা বাসে থাকা যাত্রীদের মধ্যে প্রায় ৩০ যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে।
পরে তাদেরকে চিকিৎসার জন্য ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়। শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. সেলিম মিয়া বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করেছি।
তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাসটি উল্টে যাওয়ায় যাত্রীদের বিভিন্ন স্থানে জখম হয়েছে। আহতরা চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র সময়ের কণ্ঠস্বর