শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:২০ পূর্বাহ্ন

শবে মেরাজের রাতে মসজিদে নামাজ পড়া অবস্থায় এক যুবককে কুপিয়ে হ,ত্যাচেষ্টা

রাব্বি মল্লিক / ১৪৪ বার
আপডেট : বুধবার, ২ মার্চ, ২০২২

কুমিল্লার বুড়িচং এলাকায় শবে মেরাজের রাতে মসজিদে নামাজ পড়া অবস্থায় এক যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ।

মঙ্গলবার কুয়েতে পালানোর চেষ্টার সময় বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি শবে মেরাজের রাতে সোলেমান (২৮) নামে এক যুবককে বুড়িচং উপজেলার নাজিরাবাজার বাইতুর রহমান জামে মসজিদে নামাজ পড়া অবস্থায় একাধিক ব্যক্তি সন্ধ্যা সাড়ে ৬টায় ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা কুচাইতুলি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বুড়িচং থানায় মো. রফিক (৩৫), মো. সুমন এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে বুড়িচং থানায় মঙ্গলবার মামলা করেন।

ঘটনার পরই প্রধান আসামি কুয়েত প্রবাসী রফিক কুয়েতে পালানোর চেষ্টায় ঢাকায় আসেন। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কুয়েতে যাবার পরিকল্পনা করেন। আগে থেকেই সতর্ক অবস্থায় থাকা এয়ারপোর্ট আর্মড পুলিশের গোয়েন্দা দল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেক ইন কাউন্টার থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর রফিককে কুমিল্লা জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

মামলার আরেক আসামি মো. সুমন বর্তমানে দেশে আছেন। তিনিও কুয়েত প্রবাসী। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ