শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ১০:৩৭ পূর্বাহ্ন

লেবাননিরা টোঁপ দিয়ে সৌদি ব্যবসায়ীকে অ’পহরণ করলো

আন্তর্জাতিক ডেস্ক / ৭৪ বার
আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক || লেবাননিরা টোঁপ দিয়ে সৌদি ব্যবসায়ীকে অ’পহরণ করলো ।

লেবাননি কর্তৃপক্ষ দেশটির পূর্বাঞ্চলের বেকা উপত্যকা অঞ্চলে একজন সৌদি ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ তদন্ত করছে। স্থানীয় গণমাধ্যমগুলো এমন সংবাদ প্রকাশ করেছে। ওই সৌদি ব্যবসায়ীকে টোঁপ দিয়ে অপহরণ করা হয় বলে অভিযোগ উঠেছে।

লেবাননের একজন বিচার বিভাগীয় কর্মকর্তা বলেছেন, ‘সৌদি ব্যবসায়ী হুসেইন আল-শামারিকে এ অঞ্চলে সম্পত্তি কেনার প্রলোভন দেওয়া হয়েছিল। তার জন্য এখনও মুক্তিপণ দাবি করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে যে ওই ব্যক্তিকে সম্ভবত চাঁদাবাজির জন্য অপহরণ করা হয়েছে।’

নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, বেকা উপত্যকার পাবলিক প্রসিকিউটর নিরাপত্তা বাহিনীকে তদন্ত পরিচালনা করতে এবং তার অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করার নির্দেশ দিয়েছেন। ওই ব্যবসায়ীকে সম্ভবত আল-শারওনেহ অঞ্চলের আশেপাশের বালবেক শহরের উপকণ্ঠে আটকে রাখা হয়েছে।’

বেকা উপত্যকা হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত একটি অঞ্চল। এটা লেবাননের কৃষিভূমির কেন্দ্রস্থল। এখানে অনাচার, বিভিন্ন উপজাতির মধ্য প্রতিযোগিতা এবং হাশিশ উৎপাদনের মতো বিষয় লক্ষ্য করা যায়। প্রতিবেশী সিরিয়ায় পণ্য পাচারের জন্য এ অঞ্চলটি একটি সুপরিচিত রুট।

এর আগে এপ্রিল মাসে লেবাননের বালবেকে একজন মিসরীয় হিসাবরক্ষককে অপহরণ করেছিল। এরপর দু’সপ্তাহ ব’ন্দি থাকার পর সেনাবাহিনী তাকে উ’দ্ধার করে। এছাড়া ১১ জুলাই তারিখে বৈরুতের দক্ষিণ শহরতলিতে বসবাসকারী একজন সৌদি ভিন্নমতাবলম্বীকে হ’ত্যা করা হয়। পরে ওই হ’ত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দু’ভাইকে গ্রে’ফতার করা হয়।

লেবানন ও উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর মধ্যে গত বছর কূটনৈতিক সঙ্কটের পর, রিয়াদ বৈরুতে তার রাষ্ট্রদূতকে ফেরত পাঠানোর ঘোষণা দেয়। এর তিন মাস পর সর্বশেষ অপহরণের ঘটনা ঘটে।

রিয়াদ গত বছরের এপ্রিলে লেবানন থেকে ফল ও সবজি আমদানি স্থগিত করে। এ সময় তারা বলেছিল, ওই পণ্যের চালানগুলো ক্যাপ্টাগন ড্রাগ চোরাচালানের জন্য ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে লেবাননের নিষ্ক্রিয়তার জন্য দেশটিকে অভিযুক্ত করা হচ্ছে।

ক্যাপ্টাগন একটি অ্যামফিটামিন এবং সিরিয়ায় এর উৎপাদন বৃদ্ধি পেয়েছে। মাদক উৎপাদনের ওই অঞ্চলগুলোতে বাশার আল-আসাদের সরকার বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার বিষয়ে পরিচিত। তবে বেকা উপত্যকার মতো সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলগুলোও মাদকের প্রধান ট্রানজিট রুট হিসেবে আবির্ভূত হয়েছে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। আশিকুল/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ