নিজস্ব প্রতিবেদক, নরসিংদী খবর ||
এশিয়া কাপের সুপার ফোর পর্বে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হয় ভারত। এদিন টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে ভারত।
১৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১ বল বাকি থাকতে জয়ের বন্দর পৌঁছে যায় শ্রীলঙ্কা।
এদিন ব্যাটিংয়ে নেমে শুরু ও শেষটা ভালো হয়নি ভারতের। ১৩ রানেই দুই উইকেট হারানোর পর রোহিত ও সূর্যকুমার ৯৭ রানের জুটি গড়েন। এরপর শেষ দিকে আবার দ্রুত ৫ উইকেট হারায় তারা। তবে শেষ পর্যন্ত ১৭৩ রানের লড়াকু পুঁজি পায় তারা।
ব্যাট হাতে ভারতের রোহিত ৫ চার ও ৪ ছক্কায় সর্বোচ্চ ৭২ রান করেন। ৩৪ রান করেন সূর্যকুমার। ১৭টি করে রান আসে হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্তের ব্যাট থেকে। বল হাতে শ্রীলঙ্কার দিলশান মাদুশঙ্ক ৩টি ও চামিকা করুণারত্নে ২টি উইকেট নেন।
বিস্তারিত আসছে…
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /নরসিংদী খবর