সিলেট জেলা প্রতিনিধি।। রাস্তায় বিয়ের গাড়ি আটকাবে না সিলেটের হিজড়ারা, তবে..
রাস্তায় বিয়ের গাড়ি আটকিয়ে টাকা আদায়ের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সিলেটের হিজড়ারা। তবে বিয়ের সেন্টারে গিয়ে দান চাইবে তারা।
গতকাল সোমবার (২৫ জুলাই) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট হিজড়া বাউল সংগঠনের সভাপতি রাণী মুখার্জী হিজড়া।এই হিজড়া নেত্রী বলেন, শুভ কাজে কাউকে আমরা বাধা দিতে চাইনি। দেশের কোনো জেলার হিজড়ারা বিয়ের গাড়ি আটক করেন না। শুধু আমাদের সিলেটেই বিয়ের গাড়ি আটক করা হয়।
এটা আমাদের জন্য লজ্জার। বাধ্য হয়ে আমরা বিয়ের গাড়ি আটকিয়ে কিছু টাকা নিয়ে খাবার খাই। তাই আমরা এক মিটিং ডেকে নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি সিলেটের কোনো হিজড়া রাস্তায় দাঁড়িয়ে বিয়ের গাড়ি আটক করবে না।
রাণী মুখার্জী আরও বলেন, আমরা শুধু বিয়ের সেন্টারে গিয়ে মানুষের কাছে দান চাইবো। আশা করি মানুষজন আমাদের দয়া করবেন। খালি হাতে ফিরিয়ে দেবেন না। এমনকি কোনো প্রকার খারাপ ব্যবহারও করবেন না।
বিয়ের সেন্টার ছাড়া রাস্তায় কোনো হিজড়া বিয়ের গাড়ি আটক করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিয়ের সেন্টারে আমরা দান চাইবো। কেউ রাস্তায় আটকালে আপনার ব্যবস্থা নিন। এতে আমাদের কোনো আপত্তি নেই।
এর আগে সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় সিলেট হিজড়া কল্যাণ সংস্থার কার্যালয়ে সংস্থার সভাপতি হিজড়াদের গুরুমা সভানেত্রী সুন্দরী হিজড়ার সভাপতিত্বে সিলেটের হিজড়াদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন লিপি হিজড়া, কালি হিজড়া, সিলেট হিজড়া বাউল সংগঠনের সভাপতি রাণী মুখার্জী হিজড়া, সিলেট হিজড়া যুব সংগঠনের সভাপতি সুকতা হিজড়া, পায়েল হিজড়া, রুবেল হিজড়া প্রমুখ।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল