শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৬:১৩ অপরাহ্ন

রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে দলবদ্ধ ধ”র্ষণের শিকার নারী

প্রতিনিধির নাম / ১৬৫ বার
আপডেট : সোমবার, ২৫ জুলাই, ২০২২

ছবি সংগ্রহীত
এবার বাগেরহাটে স্বামী পরিত্যক্তা এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল রবিবার ২৪ জুলাই সদর উপজেলার বড়বাঁশবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী বলেন, রাত ১২টার পরে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হই। এসময় গ্রামের সাইফুল ইসলাম (২৫), রাব্বি হাওলাদার (২২), জাহিদুল হাওলাদার (৩৫), সজীব হাওলাদার (২৫) ও রিয়াজ হাওলাদার (২৩) জাপটে ধরে বাড়ির পাশের বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন।

তিনি আরও বলেন, সাইফুল ইসলামসহ অন্যরা এলাকার চিহ্নিত মাদক কারবারি। তারা এলাকায় নানা অপরাধে জড়িত।

এ বিষয়ে বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পরিদর্শক আশরাফুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার ওই নারীর ডাক্তারি পরীক্ষা ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ