ছবি সংগ্রহীত
এখন কলম্বিয়ায় চলছে নারী কোপা আমেরিকা। শুরুটা ভালো না হলেও আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে। এবার নিজেদের তৃতীয় ম্যাচের অপেক্ষায় দলটি। সে অপেক্ষা ফুরোচ্ছে আজ রাতেই। ভোর রাতে উরুগুয়ের মুখোমুখি হচ্ছে দলটি। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেই গত ১০ জুলাই ব্রাজিলের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে ব্রাজিল ছড়ি ঘুরিয়েছে বেশ।
দারুণ দাপটের সঙ্গে সেই ম্যাচে আর্জেন্টিনাকে ৪-০ গোলে হারিয়েছিল দলটি। এর পরের ম্যাচেই অবশ্য আর্জেন্টিনা ঘুরে দাঁড়িয়েছে। ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে পেরুকে। এবার তৃতীয় ম্যাচে দলটি মুখোমুখি হচ্ছে উরুগুয়ের।
বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ৩টায় উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে দলটি। ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বিয়ার মাঠ এস্তাদিও সেন্তেনারিওতে। আসরের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে বড় ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে ব্রাজিল।
দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে রয়েছে দলটি। মেয়েদের কোপা আমেরিকায় ইতিহাসও ব্রাজিলের পক্ষে। এখন পর্যন্ত এই প্রতিযোগিতার আট আসরের মধ্যে সাতটির শিরোপাই উঠেছে সেলেসাওদের হাতে।
এদিকে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে পেরুর বিপক্ষে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। ফলে দলটি উঠে এসেছে গ্রুপের তৃতীয় স্থানে। সামনে আছে ব্রাজিল আর ভেনেজুয়েলা। নকআউটে জায়গা করে নিতে হলে শীর্ষ দুইয়ে থাকতেই হবে দলটিকে