বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০২:১৬ পূর্বাহ্ন

রাতের পদ্মা সেতুতে সড়ক দু”র্ঘটনা নি”হত ২

প্রতিনিধির নাম / ১৮৫ বার
আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২

ছবি সংগ্রহীত
পদ্মা সেতুতে মিনিট্রাক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। রবিবার (১৭ জুলাই) রাতে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

(ওসি) আলমগীর হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিরা হলেন, মো. রাজু ও মো. কাউসার। তারা শরীয়তপুরের বাসিন্দা। তবে আহতদের মধ্যে আছেন পিকআপচালক, এক নারী ও শিশু। তাদের পরিচয় জানা যায়নি।

শ্রীনগর ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আসাদুজ্জামান জানান, আজ রোববার রাতে দুজনকে মৃত অবস্থায় আনা হয়েছে হাসপাতালে। আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অপরাধ) সুমন দেব বলেন, এ দুর্ঘটনার খবরটি শুনেছি। মাওয়া প্রান্তের ১৩ নম্বর পিলারের সামনে এ ঘটনা ঘটেছে। তবে কত জন মারা গেছে তা জানতে পারিনি।

ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার দীর্ঘ মূল সেতুর সড়ক পথ উদ্বোধন হয় চলতি বছর ২৫ জুনে। আর সেতুর রেলপথ আগামী বছরের জুনে চালুর কথা রয়েছে

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ