বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:৩৩ অপরাহ্ন

রাজধানীতে শিশু চুরি করে বিক্রি করতেন তারা

প্রতিনিধির নাম / ২৯২ বার
আপডেট : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

ছবি সংগ্রহীত
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে ৭ মাস বয়সী শিশু চুরির ঘটনায় শিশু চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৪ জুলাই) একটি শিশু চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে কামরাঙ্গীরচর থানাধীন হুজুরপাড়া বেইলি রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব।
রাজধানীতে শিশু চুরি করে বিক্রি করতেন তারা
আহমেদ সালেহীন

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর শোয়েব জানান, কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি এলাকায় ভাড়া বাসায় সন্তানসহ বসবাস করতেন সোনিয়া আক্তার (২১) ও সাগর (২৩) দম্পতি।

বুধবার সাগরের বড়ভাই রিক্সাচালক শাহজাহান (২৮) বাড়ি ফেরার পথে মুন্নি ও সুমনের সঙ্গে দেখা হলে তারা একরাতের জন্য শাহজাহানের কাছে আশ্রয় চান। শাহজাহান তাদেরকে ছোট ভাই সাগরের বাসায় নিয়ে যান।

এই কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে যথারীতি সাগর ও শাহজাহান তাদের কাজের জন্য বের হয়ে গেলে সুমনও তাদের সঙ্গে বেরিয়ে যান। দুপুরে সাগরের স্ত্রী সোনিয়া ৭ মাসের শিশু কন্যা মোছাইফা ইসলাম জান্নাতকে ঘরে শুইয়ে রেখে রান্না করতে যান। কিছু সময় পরে ঘরে ফিরে তিনি শিশুকন্যা জান্নাত এবং মুন্নিকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন।

এ ঘটনায় সাগর-সোনিয়া দম্পতি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে র‌্যাব ১০ এর কাছে লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতেই কামরাঙ্গীরচরের বেইলি রোডে অভিযান চালিয়ে চুরি যাওয়া শিশুসহ মুন্নি ও সুমনকে গ্রেফতার করা হয়।

এনায়েত কবীর শোয়েব বলেন, সুমন ও মুন্নি শিশু চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে কামরাঙ্গীরচরসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাসা থেকে শিশু বাচ্চা চুরি করে নিঃসন্তানদের কাছে মোটা অংকের টাকায় বিক্রি করে দিতেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি
সূত্র সময় টিভি

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ