সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:২৪ পূর্বাহ্ন

রাজধানীতে রুট পারমিটবিহীন ১৩ বাস ডাম্পিং রাজধানীতে রুট পারমিটবিহীন বাসের বিরুদ্ধে অভিযান

প্রতিনিধির নাম / ৭১ বার
আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২

ছবি সংগ্রহীত
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রুট পারমিটবিহীন ও পারমিট ভায়োলেশনের অভিযোগে ১৩টি বাস ডাম্পিং করা হয়েছে। এ সময় ২৪ মামলায় মোট ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

রোববার (১৭ জুলাই) রায়েরবাগ, রমনা, বসিলা এলাকায় এসব অভিযান পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শ্যামপুরের রায়েরবাগ এলাকায় ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক ও বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলম, রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এলাকায় ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান, বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মণ ও বসিলা এলাকায় বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন এসব অভিযান পরিচালনা করেন।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন বলেন, বাস রুট রেশনালাইজেশন কমিটির সিদ্ধান্ত অনুসারে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত ঢাকা নগর পরিবহন ছাড়া অন্য কোনো গাড়ি চলবে না। অথচ রুট পারমিট ছাড়াই এসব গাড়ি এ রুটে চলাচল করছে। সেজন্য আজকের অভিযানে ১৩টি বাস ডাম্পিং করা হয়েছে।

গত ২২ জুন বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৩তম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ঢাকা নগর পরিবহনের ২১ নম্বর রুটে অবৈধ ও রুট পারমিটবিহীন বাস চলাচল করতে পারবে না। ওই সিদ্ধান্তের আলোকে আজ থেকে এ যৌথ চিরুনি অভিযান শুরু হয়েছে। দুই সপ্তাহের এ অভিযান আগামী ২৮ জুলাই পর্যন্ত চলবে।
সূত্র যুগান্তর

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ