শনিবার, ০৩ জুন ২০২৩, ১২:৫৬ পূর্বাহ্ন

রমজান মাস উপলক্ষ্যে জনগণের জন্য ১০ মার্চ থেকে আসছে বিশাল সুখবর!

রাব্বি মল্লিক / ৭২২ বার
আপডেট : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হবে আগামী ১০ মার্চ। এসময় দেশের এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে ছয়টি নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করবে তারা।

রাজধানী ও অন্যান্য বড় শহরের বাইরে একেবারে ইউনিয়ন পর্যায়ে এসব পণ্য অসহায়-দরিদ্রদের কাছে পৌঁছে দেওয়া হবে। তবে তেল, চিনি, ডাল ও ছোলা সারাদেশে বিক্রি করা হলেও রাজধানীতে পেঁয়াজ ও খেজুর বিক্রি করা হবে। প্রথম রমজান থেকে বিক্রি করা হবে ছোলা।

শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম শফিকুজ্জামান বলেন, ‘আমরা রমজান উপলক্ষে এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে চাই। এজন্য দুই দফায় পণ্য বিক্রি করা হবে। প্রথম দফায় ১০ মার্চ থেকে তেল, চিনি ও ডাল বিক্রি করা হবে। চলবে ২৬ রমজান পর্যন্ত। দ্বিতীয় দফায় প্রথম রমজান থেকে ছোলা বিক্রি শুরু করবো।’

তিনি জানান, ইতোমধ্যে এক কোটি পরিবারের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। করোনার ক্ষতি পুষিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যে ৫০ লাখ পরিবারের তালিকা করা হয়, সেখান থেকে ৩০ লাখ পরিবারকে বাছাই করা হয়েছে। বাকি ৭০ লাখ পরিবারের তালিকা জেলা ও উপজেলা প্রশাসন এবং সিটি করপোরেশন প্রস্তুত করছে।

শফিকুজ্জামান বলেন, সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে, রমজান মাসজুড়ে অসহায়-দরিদ্র মানুষকে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দেওয়া। যাতে তারা স্বস্তিতে রমজান ও ঈদ উদযাপন করতে পারেন। এক কোটি পরিবারকে পণ্য দিতে পারলে দেশের অন্তত পাঁচ কোটি মানুষ উপকৃত হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ