নিজস্ব প্রতিবেদক,নরসিংদী জার্নাল ।। রমজানজুড়ে এরশাদ ১০ টাকা লিটার দুধ বিক্রি করবেন
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুরের ব্যবসায়ী ও সমাজসেবক এরশাদ উদ্দিন। তিনি রমজান মাসজুড়ে ১০ টাকা লিটার দরে দুধ বিক্রির উদ্যোগ নিয়েছেন। যে কেউ তার খামার থেকে ১০ টাকা লিটার দরে সর্বোচ্চ এক লিটার দুধ কিনতে পারবেন।
এরশাদ উদ্দিন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর রৌহা গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ মিলস্কেল রি-প্রসেস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেসি অ্যাগ্রো ফার্মের চেয়ারম্যান।
জানা গেছে, দুই বছর আগে এরশাদ উদ্দিন নিজ এলাকায় জেসি অ্যাগ্রো ফার্ম নামে একটি খামার গড়ে তোলেন। তার খামারে দুগ্ধ ও মোটাতাজাকরণের ৩০০ গরু রয়েছে। এর মধ্যে বর্তমানে ১৫টি গরু দুধ দিচ্ছে। প্রতিদিন খামার থেকে ৫০-৬০ লিটার দুধ উৎপাদিত হচ্ছে। সেটার বড় একটি অংশ ১০ টাকা লিটার দরে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
জানতে চাইলে বাংলাদেশ মিলস্কেল রি-প্রসেস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেসি অ্যাগ্রো ফার্মের চেয়ারম্যান এরশাদ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, রমজান শুরু হলেই এলাকায় দুধের চাহিদা বেড়ে যায়। হাট-বাজারগুলোতে এক কেজি দুধ ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে। দুধের দাম নিম্নবিত্তদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এ বিষয়টা চিন্তা করেই তাদের জন্য নামমাত্র ১০ টাকা মূল্যে ১ লিটারে দুধ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। প্রথম রমজান থেকে শুরু হয়ে রমজানের শেষ দিন পর্যন্ত চলমান থাকবে।
তিনি আরও বলেন, পুরো রমজানে এক মেট্রিক টন দুধ ১০ টাকা লিটার দরে বিক্রি করা হবে। সে হিসেবে দৈনিক ৩০ থেকে ৩৫ জন ১০ টাকা দরে দুধ কিনতে পারবেন। শনিবার (০২ মার্চ) সকালে খামার থেকে ১০ টাকা লিটার দরে দুধ বিক্রি শুরু করা হয়েছে। প্রতি জন দৈনিক সর্বোচ্চ এক লিটার দুধ কিনতে পারবেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। তাসরিফ/ নরসিংদী জার্নাল