বরগুনার পাথরঘাটায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে শ্বশুরের বর্গা চাষে পাওয়া ২৭৫ আঁটির প্রায় দুইশো মণ ধান আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। রোববার (৩০ জানুয়ারি) সকালের দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের বড় টেংরা গ্রামে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ভুক্তভোগী ইব্রাহিম ফরাজি বলেন, যৌতুকের জন্য কুলসুমকে মারধর করে গত একমাস আগে বাড়ি থেকে বের করে দেয় রাজীব। এরপর বিভিন্ন সময়ে আমাদের বাড়িতে এসে হুমকি-ধমকি দিয়ে যান তিনি।
তিনি আরও জানান, কয়েকদিন কুয়াশা থাকায় ৩৩০ শতাংশ জমির দুইশো মন ধান কেটে ঘরের উঠানের জন্য পালা দিয়ে রাখা হয়। যৌতুক না পেয়ে স্বামী রাজিব মৃধা ভোর রাতে ধানের পালায় আগুন লাগিয়ে দেন।
স্থানীয় মসজিদের ইমাম মোয়াজ্জেম ইউসুফ আলী সরদার বলেন, আগুন দেখতে পেয়ে ইব্রাহিম ফরাজীকে ডেকে এলাকার লোকজনসহ আগুন নিভিয়ে ফেলি।
কিন্তু এতে কোনো ধান রক্ষা করা সম্ভব হয়নি। এ বিষয়ে জানতে অভিযুক্ত জামাতা রাজিবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কারণে জামাতাই শ্বশুরের ধানের আটিতে আগুন দিয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ খবর মিডিয়ার একটি প্রতিষ্ঠান। রাব্বি মল্লিক/এনজে