হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট শুরুর আগের রাতে আনিছুর রহমান চৌধুরী (কামাল) নামের এক সদস্য প্রার্থীর মৃ ত্যু হয়েছে।
রোববার দিবাগত রাত ১২ টা ৪০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃ ত্যুবরণ করেন তিনি। সদস্য প্রার্থী আনিছুর রহমান চৌধুরী (কামাল) পুটিজুরী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং বর্তমান নির্বাচনেও তিনি তার ওয়ার্ডের একজন প্রার্থী ছিলেন।
পরিবারসূত্রে জানা যায়, নির্বাচনের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি ছিল। বাড়িতে সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত। রোববার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কামাল। এর কিছুক্ষণ পর নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মা রা যান।