বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০১:২৬ অপরাহ্ন

যে বড় চমক নিয়ে আসছেন বুবলী!

রাব্বি মল্লিক / ১৯৮ বার
আপডেট : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। সিনেমায় ক্যারিয়ার শুরুর পর থেকেই চমক দেখিয়ে চলেছেন তিনি। একের পর এক হিট সিনেমা দিয়ে জায়গা করে নিয়েছেন সিনেমাপ্রেমীদের মনে।

মুক্তির অপেক্ষায় আছে তার ‘তালাশ’, ‘ক্যাসিনো’ সিনেমাগুলো। কাজ করছেন ‘রিভেঞ্জ’, ‘বিট্রে’ নামের ছবিতে। শাকিব খানের সঙ্গে ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমাটিও উল্লেখযোগ্য। মানে ও গুণে এগিয়ে থাকা এসব ছবি দিয়ে চলতি বছরটা মাতিয়ে নেওয়ার অপেক্ষায় আছেন বুবলী। এরমধ্যেই দিলেন নতুন খবরে নতুন চমক। জনপ্রিয় মুঠোফোন প্রতিষ্ঠান সিম্ফনির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হতে যাচ্ছেন এ নায়িকা। আগামীকাল শনিবার দুপুরে রাজধানীর এক অভিজাত রেস্তোরাঁয় জমকালো আয়োজনে প্রতিষ্ঠানটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হবেন বুবলী।

সেই সুবাদে সিম্ফনির প্রচারণায় সক্রিয় দেখা যাবে এ নায়িকাকে। কাজ করবেন কিছু টিভিসিতেও। এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও বুবলী জানান, এই নতুন যাত্রা বেশ বড় একটা চমক হতে যাচ্ছে তার জন্য।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ