ছবি সংগ্রহীত
টেস্ট অধিনায়কত্ব করতে চান না মুমিনুল হক। বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে সভার পর মুমিনুল জানিয়েছেন, তিনি আর টেস্ট অধিনায়কত্ব করতে চান না। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিসিবি
অধিনায়কত্ব থেকে অব্যহতি চেয়েছেন মমিনুল হক। গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসানের গুলশানের বাসভবনে দেখা করেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক।
সভাপতির সঙ্গে আলোচনার পর উপস্থিত সাংবাদিকদের মমিনুল জানিয়েছেন,‘আমি উনাকে (বোর্ড সভাপতি) বলেছি, যে আমি অধিনায়ককে হিসেবে দলে কন্ট্রিবিউট করতে পারছি না। ব্যাটিংয়ে বেশি মনোযোগ দিতে চাই। আমি এটাই বলেছি।’
বাইরের কোচ চাপ নয়, অধিনায়কত্ব নিয়ে নিজের অভিমতই বোর্ড সভাপতিকে জানিয়েছেন মমিনুল,‘না, কোন চাপ ছিল না। আমার মনে হয়েছে, ব্যাটিংয়ে বেশি ফোকাস করা জরুরী।’
তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে কে হবেন টেস্ট অধিনায়ক, সেটি বোর্ড সিদ্ধান্ত নিবে বলে জানিয়েছেন মমিনুল,‘কাল (আজ) বোর্ড সভা আছে। সেখানেই উনারা সিদ্ধান্ত নিবেন।’ ধারণা করা হচ্ছে, টেস্ট অধিনায়কত্ব আবার সাকিব আল হাসানের হাতে ফিরিয়ে দেওয়া হবে।