শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:০৮ পূর্বাহ্ন

যেখানে পুরো বিশ্ব মুসকানকে বাহবা জানাচ্ছে সেখানে তার বাবার এ কেমন প্রতিক্রিয়া! বিস্তারিত ভিতরে

রাব্বি মল্লিক / ৩২৯ বার
আপডেট : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

মুসকানের সাহসিকতাকে বাহবা জানাচ্ছে পুরো বিশ্ব। এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তার বাবা। তিনি জানান, ‘আমার মেয়ে বাহাদুর। ওর খুব সাহস। কোনো কিছুতে সহজে ওকে ভয় পাওয়ানো যায় না। তাই ওর এই কাজে আমি একটুও অবাক হইনি।’

মুসকানের বাবা মোহাম্মদ হুসেন খান আরো জানান, ওই ঘটনার পর থেকে এখনও মুসকান বাড়ির বাইরে পা রাখেননি। যদিও ওই ঘটনা নিয়ে পুলিশে লিখিত কোনও অভিযোগ করেননি তারা।

মুসকানের বাবার কথায়, ‘ওই ভিড়ে বেশির ভাগই বহিরাগত। কয়েক জন ছেলে মুসকানের সহপাঠী, ওই কলেজের ছাত্র’। সামনেই পরীক্ষা শুরু হচ্ছে, থানা-পুলিশ করে আমি ওই ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করতে চাই না।

তার কথায়, ‘আমি নিজেও ওই কলেজ থেকে পড়াশোনা করেছি। কখনও দেখিনি মেয়েদের বোরকা পরে ক্লাস করা নিয়ে কোনও ঝামেলা হয়েছে। আজ হঠাৎ এই বিষয়টি কেন শিক্ষাক্ষেত্রে চর্চায় এল, বুঝতে পারছি না।’

তিন ভাই-বোনের মধ্যে বড় মুসকান। ছোট বোন স্নাতক স্তরে বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। দিদির সাহস দেখে উৎসাহিত হয়েছেন তিনিও, জানাচ্ছেন মুসকান। তার কথায়, ‘আমি কলেজের ক্লাসরুমে বোরকা পরি না, গাড়িতেই খুলে রাখি। ক্লাসে হিজাব পরে শুধু চুলটুকু ঢেকে রাখি।

কিন্তু সে দিন বহিরাগতেরা যে ভাবে আমায় কলেজে ঢুকতেই দিচ্ছিল না, বার বার বোরকা খোলার কথা বলছিল, আমায় জোর করে ভয় দেখানোর চেষ্টা করছিল, তাতেই জেদ চেপে যায়।

ঘটনার পর থেকে টানা দু’দিন ধরে সাক্ষাৎকার, বাড়িতে সাংবাদিক, শুভানুধ্যায়ীদের আনাগোনা। খানিক অসুস্থও হয়ে পড়েছেন মুসকান।

তাই মুসকানের বাবা হুসেন খানের অনুরোধ, ‘ওর এ বার একটু বিশ্রাম চাই। অনেকে আসছেন মেয়ের সঙ্গে দেখা করতে, কথা বলতে। ওর কাজে খুশি হয়ে অনেকে পুরস্কৃত করছেন। তবে সোমবার থেকে ওর পরীক্ষা শুরু হচ্ছে। পড়াশোনায় মনোযোগ ফেরাতে খানিক বিশ্রাম দরকার।’

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ