রবিবার, ০৪ জুন ২০২৩, ০১:১৮ অপরাহ্ন

যুদ্ধ দীর্ঘমেয়াদি হবে বলে জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট

রাব্বি মল্লিক / ১৩৫ বার
আপডেট : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, বিশ্ব দীর্ঘমেয়াদি যুদ্ধের মুখে পড়তে যাচ্ছে। ফ্রান্সের বার্ষিক কৃষি মেলায় শনিবার ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘ আপনাদের একটি কথা বলতে পারি, সেটা হচ্ছে ইউক্রেন-রাশিয়ার সংঘাত অনেক দূর পর্যন্ত গড়াবে। এই সংকট স্থায়ী হবে, যুদ্ধ স্থায়ী হবে। এর জন্য যে সংকট তৈরি হচ্ছে তাও দীর্ঘমেয়াদি হবে। এ জন্য আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে।’

ইউরোপে যুদ্ধ ফিরে এসেছে জানিয়ে মাখোঁ আরও বলেন, ‘জোর করে ক্ষমতায় আসা পুতিন ইউরোপে যুদ্ধ চাপিয়ে দিচ্ছেন। ইউক্রেনে মানবিক বিপর্যয় নেমে এসেছে, যা দেশটির জনগণ মোকাবিলা করছে। এই কারণে ইউক্রেনীয় নাগরিকদের পাশে আছে ইউরোপ।’

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ এবং নিষেধাজ্ঞার কারণে ফ্রান্সের কিছু নির্দিষ্ট খাত ঝুঁকিতে পড়তে যাচ্ছে বলে জানান মাখোঁ। বলেন, সবচেয়ে হুমকিতে ওয়াইনশিল্প। পরিস্থিতি মোকাবিলায় পরিকল্পনা নেয়া হচ্ছে।’

রাশিয়া-ইউক্রেন সংঘাত এড়াতে শুরু থেকেই যে কজন ইউরোপীয় নেতা কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন, তাদের মধ্যে ফরাসি প্রেসিডেন্ট অন্যতম। ইউক্রেন আক্রান্ত হওয়ার আগে তিনি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর বৈঠকের চেষ্টা চালিয়েছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ