‘গলুই’ সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে জুটি বাঁধেন এ প্রজন্মের নায়িকা পূজা চেরি। সিনেমায় এই জুটির কেমেস্ট্রি দর্শক পছন্দ করেছেন। এবার ফের একসঙ্গে পর্দা শেয়ার করতে চলেছেন তারা। এই জুটির নতুন সিনেমা ‘মায়া’।
আরও পড়ুন… জীবনে যে পুরুষরা এসেছে, তারা আমাকে হতাশ করেছে : সুস্মিতা
এ প্রসঙ্গে পূজা গণমাধ্যমকে জানান, ‘আমরা আবারও জুটি বাঁধছি, এটা চূড়ান্ত। সিনেমার গল্প অসাধারণ। এমন গল্পে এখন পর্যন্ত কাজ করিনি।’
এদিকে পরপর দুটি সিনেমায় শাকিব-পূজার জুটি বাঁধা নিয়ে ঢালি পাড়ার বাতাসে বেশ কিছু গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। নায়িকা জানান, ‘শাকিব ভাইয়ের সঙ্গে যে নায়িকাই কাজ করেন, তাকে নিয়েই গুঞ্জন রটে।
আমি পজিটিভ মানুষ। কাজের বাইরে কিছু ভাবছি না। পর্দায় দর্শক আমাদের যেভাবে দেখেছে, তাতে হয়তো মনে হয়েছে আমরা প্রেম করছি। আসলে বাস্তবে তেমন কিছু না।’