কাজী জেবুন্নেছা বেগম বলেন, তামাক এমন একটি জিনিস যার মধ্যে একটি গুণও নেই। এটা বিষ ছাড়া কিছুই নয়। তামাক সেবনে আমরা নিজেদের ক্ষতি করতে পারি না। ধূমপান করে আমরা শুধু নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছি তা নয়, পরোক্ষ ধূমপানকারীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, যুব সমাজকে ধূমপান থেকে সরাতে না পারলে তাদের ভবিষ্যৎ সুন্দর হবে না। জাতি ধ্বংস হয়ে যাবে। তিনি গণমাধ্যম কর্মীদের নিজ দায়িত্বের স্থান থেকে তামাকবিরোধী প্রচারণার অনুরোধ জানান।
সেমিনারে সভাপতিত্ব করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্। এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী ও অতিরিক্ত সচিব হোসেন আলী খন্দকার।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সাকিল আহম্মদ। এতে প্যানেল আলোচক ছিলেন স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় উপপরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার ও পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন।
সেমিনারে বক্তারা তামাক উৎপাদনে কৃষকদের নিরুৎসাহিত করতে সরকারি উদ্যোগ জোরদার করা, তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা এবং তামাক বিরোধী জনসচেতনতা বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। তাসরিফ/নরসিংদী জার্নাল