শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:০৫ পূর্বাহ্ন

মি. হোয়াইট এর শুভেচ্ছাদূত হলেন আফরান নিশো

রাজু ডিয়ান / ১২৬ বার
আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
মি._হোয়াইট_এর_শুভেচ্ছাদূত_হলেন_আফরান_নিশো
মি. হোয়াইট এর শুভেচ্ছাদূত হলেন আফরান নিশো

নিউজ ডেস্ক, নরসিংদী জার্নাল | মি. হোয়াইট এর শুভেচ্ছাদূত হলেন আফরান নিশো
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরফান নিশো। কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের ব্র্যান্ড মি. হোয়াইট ডিটারজেন্ট পাউডারের শুভেচ্ছাদূত হলেন তিনি। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এই বিষয়ে চুক্তি স্বাক্ষর করেন নিশো।
চুক্তি অনুযায়ী জনপ্রিয় এই অভিনেতা ডিটারজেন্ট পাউডার মি. হোয়াইট-এর প্রচারণা কার্যক্রমে অংশ নিবেন। এর যুক্ত হতে পেরে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন আফরান নিশো।
নিশো বলেন, ‘মি. হোয়াইটের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই আনন্দিত ও উচ্ছ্বসিত। আশা করছি মি. হোয়াইট-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে মি. হোয়াইটের ব্র্যান্ড ইমেজকে আরও এগিয়ে নিতে পারব।’
এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের-এর ম্যানেজিং ডিরেক্টর কাজী নাজমুল আবেদিন, সিইও মি. রফিকুল আমীন, হেড অব এইচআর মোহাম্মদ আবু সাইদ ভূইয়া, হেড অব সেলস সুভাস চন্দ্র সরকার, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার ইশতিয়াক নাহিদ, ব্র্যান্ড ম্যানেজার নাহিদা বেগম এবং বিজ্ঞাপনী সংস্থা প্যাপিরাস কমিউনিকেশনস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাহবার খান, সিইও কাজী মুশফিকুর রহমান ও ব্র্যান্ড প্লানিং ও সার্ভিসিং ডিরেক্টর জয় চন্দ।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনী ও শাস্তিযোগ্য অপরাধ। রাজু ডিয়ান, নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ