বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৭:১৯ অপরাহ্ন

মা-বাবার মধ্যে অশান্তি যে ক্ষতিকর প্রভাব ফেলে শিশুমনে

লাইফস্টাইল ডেস্ক, নরসিংদী জার্নাল / ৩১২ বার
আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
মা_বাবার_মধ্যে_অশান্তি_যে_ক্ষতিকর_প্রভাব_ফেলে_শিশুমনে

লাইফস্টাইল ডেস্ক, নরসিংদী জার্নাল || মা-বাবার মধ্যে অশান্তি যে ক্ষতিকর প্রভাব ফেলে শিশুমনে।

কমবেশি সব সংসারেই দাম্পত্য কলহ হয়। তবে মোটেও ঠিক নয় সন্তানের সামনে ঝগড়া বা অশান্তি করার বিষয়টি। কারণ বাবা-মায়ের মধ্যে কলহ দেখলে কঠিন আঘাত পড়ে শিশুমনে। এতে মানসিকভাবে শিশু আরও কোণঠাসা ও ভীতু হয়ে পড়ে।

শিশুর বড় হওয়ার সময় তার যত্ন নিতে হয় নানাভাবে। বাবা-মায়ের আদর, খাওয়া দাওয়া, লেখাপড়া, খেলা জরুরি। তেমন দরকার সংসারের শান্তিও। একটি শিশুর কাছে সবচেয়ে নিরাপদ জায়গা হলো তার বাবা-মা।

অথচ বাবা-মায়ের মধ্যেই যদি অশান্তি লেগে থাকে তাহলে ওই শিশু কখনো সুস্থভাবে বেড়ে উঠতে পারে না। মানসিকভাবে এমন শিশুরা বেশ দুর্বল হয়ে পড়ে।

জেনে_নিন_যে_৫_ভুলে_সঙ্গী_ছেড়ে_চলে_যেতে_পারেন!

এর ছাপ তাদের পরবর্তী জীবনে ব্যক্তিত্বের উপর পড়ে। জেনে নিন জেনে বা অজান্তেই শিশুর সামনে দাম্পত্য কলহ করলে তার মনে কী ক্ষতিকর প্রভাব পড়ে-

>> বাবা-মায়ের মধ্যে মতের মিল না থাকলে অনিশ্চয়তায় ভুগতে দেখা যায় বহু শিশুকে। তাদের জীবন কোন দিকে মোড় নেবে, সে চিন্তা ছোটবেলা থেকেই পেয়ে বসে।

বাবা-মায়েদের নিজেদের মধ্যে বোঝাপড়া করা জরুরি। তাদের সম্পর্কের তিক্ততা যেন কখনো শিশুর ব্যক্তিত্বে ছাপ না ফেলে সেদিকে খেয়াল রাখুন।

>> ৩-৭ বছরের মধ্যে শিশুরা স্কুলের গণ্ডিতে পা রাখে। তারা স্কুলে গিয়ে নতুন বন্ধুদের সঙ্গে ভাব জমাতে শুরু করে। তখন নিজেদের জগৎ আলাদাভাবে তৈরি করতে শেখে তারা। ঘরের পরিস্থিতি অশান্ত হলে সে সময় সমাজে ভালোভাবে মিশতে পারে না তারা।

>> পারিবারিক অশান্তি অতিরিক্ত মাত্রায় চলতে থাকলে তা শিশুর মানসিক চাপ বাড়ায়। অবসাদ ও উদ্বেগের মতো অসুখ ছোট থেকেই ঢুকে পড়তে পারে তার মনে।

বড়দের মধ্যে মতের মিল না হলে অনেক সময়ই অশান্তি হতে পারে। তবে কখনো শিশুর সামনে বাকবিতণ্ডা করবেন না। বাবা-মায়েদের নিজেদের মধ্যে বোঝাপড়া করা জরুরি। আপনাদের সম্পর্কের তিক্ততা যেন কখনো শিশুর ব্যক্তিত্বে ছাপ না ফেলতে পারে, সেদিকে খেয়াল রাখুন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। হিমেল/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ