বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৮ পূর্বাহ্ন

মা দকদ্রব্য সেবনের টাকার জন্য গ্যাসের চুলা বিক্রয়কালে বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হ,ত্যা!

রাব্বি মল্লিক, নরসিংদী খবর / ১৮৮ বার
আপডেট : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

ধুনট উপজেলায় মা দকদ্রব্য সেবনের টাকার জন্য গ্যাসের চুলা বিক্রয়কালে বাধা দেওয়ায় পিয়ারা খাতুন প্রিয়া (২২) নামে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে হ ত্যার অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রেক্ষিতে নিহতের স্বামী সজিব হোসেন (২৫) ও শাশুড়ি সাজেদা বেগমকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৩ জানুয়ারি) দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলার শিমুলবাড়ি গ্রামের আবু তাহেরের ছেলে সজিব হোসেন ও স্ত্রী সাজেদা খাতুন। শনিবার দিবাগত মধ্যরাতে শেরপুর শহরের দাড়কিপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জোড়খালি গ্রামের হোসেন আলীর মেয়ে পিয়ারা খাতুন প্রিয়ার সঙ্গে প্রায় ৫ বছর আগে সজিব হোসেনের বিয়ে হয়।

পেশায় কাঠমিস্ত্রি সজিব হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মা দকদ্রব্য সেবন করেন। তাদের দাম্পত্য জীবনে এক ছেলে রয়েছে।

বিয়ের পর থেকেই স্বামীর মদকসেবনের বিষয়টি পছন্দ করেননি স্ত্রী। এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।

শনিবার (২২ জানুয়ারি) সকালের দিকে মাদক দ্রব্য কেনার জন্য গ্যাসের চুলা বিক্রি করতে চান সজিব হোসেন। কিন্তু স্ত্রী তাকে চুলা বিক্রি করতে বাধা দেন।

এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের এক পর্যায়ে পিয়ারাকে শ্বাসরোধে হ ত্যার পর আত্ম হত্যা বলে প্রচারের জন্য মরদেহ ঘরের ধর্ণার সাথে ঝুলিয়ে রেখে বাড়ি ছেড়ে পালিয়ে যান সজিব ও তার পরিবারের লোকজন।

খবর পেয়ে শনিবার বিকেল ৫টার দিকে স্বামীর ঘর থেকে প্রিয়ার মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

এ ঘটনায় নিহত প্রিয়ার বাবা হোসেন আলী বাদী হয়ে শনিবার রাতেই থানায় একটি হ ত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সজিব হোসেন ও তার মা সাজেদা বেগমের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪ জনকে আসামি করা হয়েছে।

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী হ ত্যার দায় স্বীকার করেছে সজিব হোসেন। এই মামলায় সজিব ও তার মাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ