বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:৩১ অপরাহ্ন

মাস্ক ব্যবহারে কঠোর হওয়ার নি’র্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিনিধির নাম / ৭৫ বার
আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদক।। মাস্ক ব্যবহারে কঠোর হওয়ার নি’র্দেশ প্রধানমন্ত্রীর

দেশে করোনাভাইরাসের প্রকোপ আবার হু হু করে বাড়তে থাকায় মাস্কের ব্যবহার নিশ্চিত করতে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার (০৩ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে তিনি এই নির্দেশ দেন। সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত এই সভায় গণভবন থেকে ভার্চয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

পরে সচিবালয়ে সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাস্ক ছাড়া কেউ বাইরে চলাফেরা করতে পারবেন না। এটা নিশ্চিত করতে প্রয়োজনে আইন প্রয়োগ করা হবে।

আনোয়ারুল ইসলাম বলেন, বর্তমানে আমাদের মধ্যে মাস্ক সম্পর্কে এক ধরনের অনীহা চলে এসেছে। সবার ধারণা, বর্তমানের করোনাভাইরাসে কোনো ক্ষতি হবে না।

কিন্তু যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের করোনায় আক্রান্ত হচ্ছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ