শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৯:১৫ অপরাহ্ন

মাশরাফি বাইরের লোক, বিরক্তি দেখাচ্ছে ডোমিঙ্গোর

রাব্বি মল্লিক / ১২০ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও প্রায় দুই বছর হয়ে গেছে তিনি দলের সঙ্গে নেই।

২০২০ সালে অধিনায়কত্বের দায়িত্ব ছাড়ার পরপরই তার সরে দাঁড়ানোর পেছনে অন্যতম গুঞ্জন ধরা হয়, রাসেল ডোমিঙ্গো ম্যাশকে দলে চাননি। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে ডমিঙ্গোর সংবাদ সম্মেলনে ঘুরেফিরে এলো সেই মাশরাফি প্রসঙ্গ।

মাশরাফির প্রসঙ্গ উঠতেই ডোমিঙ্গো স্পষ্টভাবে জানিয়ে দেন, দলের বাইরের কাউকে নিয়ে তিনি সংবাদ সম্মেলনে কথা বলতে চান না। এ সময় খানিক বিরক্তিও প্রকাশ পেল ডোমিঙ্গোর মুখাবয়বে।

বলেন, ‘বর্তমানে স্কোয়াডে নেই, এমন খেলোয়াড়দের নিয়ে কথা বলতে পছন্দ করি না। বাইরের মানুষ কী বলে, কী করে তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, স্যার। আমার মনোযোগ আমার দল নিয়ে।’ অবশ্য সংবাদ সম্মেলন শেষ করে যাওয়ার সময় মাশরাফি তার হয়ে ‘হাই’ জানাতে বলেছেন ডোমিঙ্গো। বলেন, “মাশরাফিকে আমার ‘হাই’ জানিও।”

এ কথা বলেই বাংলাদেশ ঐচ্ছিক অনুশীলনে চলে যান ডোমিঙ্গো। তার কাছে প্রশ্নটি ছিল মূলত, গত বছর মাশরাফির দেওয়া এক সাক্ষাৎকারকে ইঙ্গিত করে। যেখানে মাশরাফি বলেছিলেন, ‘রাসেল (ডোমিঙ্গো) আমাকে এক কাপ কফির দাওয়াত দিয়েছিলেন। এখনও আমি এর অপেক্ষায় আছি।’

মাশরাফি আরও বলেছিলেন, ‘তিনি আমাকে প্রস্তাবটা দিয়েছিলেন (২০২০ সালের) পাকিস্তান সিরিজের আগে। তখন বোর্ডে ডেকেছিলেন আমাকে। আমি তাকে বলেছি, তোমার যে পরিকল্পনা, আমাকে বাদ দিলেও জানিও। না বাদ দিলেও জানিও। যেন আমি মানসিকভাবে প্রস্তুত থাকতে পারি।’

এ বিষয়েই ডোমিঙ্গোকে জিজ্ঞেস করা হয়, মাশরাফিকে দেওয়া সেই কফির দাওয়াতের বিষয়ে আপনার মন্তব্য কী? উত্তরে ডোমিঙ্গো পাল্টা প্রশ্ন করে বসেন, ‘মাশরাফি কি অবসর নিয়েছে? সত্যি বলতে স্কোয়াডের বাইরে থাকা খেলোয়াড়দের নিয়ে আমি কথা বলতে আগ্রহী নই।’

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ