বিনোদন নিউজ ।। মালয়েশিয়া বেড়াতে গিয়ে বিপদে পড়লেন প্রভা!
সাদিয়া জাহান প্রভা ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী। প্রেম-বিয়ে বিষয়ে মিডিয়ায় ভালোই আলোচনায় থাকেন তিনি। তবে সম্প্রতি মালয়েশিয়া গিয়েছেন। সেখানেই গিয়ে তাকে পড়তে হয়েছে জটিলতায়।
‘কাউন্টডাউন’ নামের ধারাবাহিকে এমন দৃশ্য দেখা যাবে। সকাল আহমেদের পরিচালনায় নাটকটি আগামী ৩১ মে থেকে আরটিভিতে প্রচার করা হবে।
ধারাবাহিকটির গল্প প্রসঙ্গে সকাল আহমেদ জানান ১১ জন বন্ধুর গল্প দিয়ে সাজানো হয়েছে এর চিত্রনাট্য। নির্মাতা বলেন, ‘১১ জন বন্ধু আনন্দ নিয়ে ঢাকা থেকে মালয়েশিয়া বেড়াতে গিয়ে নানা জটিলতায় জড়িয়ে পড়ে। বন্ধুত্ব থেকে প্রেম হয়, আবার একটা পর্যায়ে ঘটে খুনের মতো ঘটনাও।
মানে গল্পটিতে বন্ধুত্ব, প্রেম, থ্রিলার, সবই থাকছে। পুরো কাজটির শুটিং করেছি মালয়েশিয়ায়। ফলে গল্পের পাশাপাশি নাটকটির মাধ্যমে মালয়েশিয়ার সৌন্দর্য-সংস্কৃতি-স্থাপনার স্বাদও পাবেন দর্শকরা।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। তাসরিফ/নরসিংদী জার্নাল