মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০২:৪৬ অপরাহ্ন

মা”রা গেলেন মসজিদে নববির সাবেক ইমাম

প্রতিনিধির নাম / ১৭১ বার
আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২

ছবি সংগ্রহীত
এবার পবিত্র মসজিদে নববির সাবেক ইমাম শায়খ মাহমুদ খলিল আবদুর রহমান আল কারি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার ২৫ জুন সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অসুস্থতার পর তাকে আইসিইউতে রাখা হলে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল শনিবার ২৫ জুন মাগরিবের নামাজের পর মসজিদে নববিতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

সৌদি ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া সূত্রে জানা যায়, শায়খ মাহমুদ খলিল আবদুর রহমান আল কারি মসজিদে নববির অতিথি ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি মদিনার বিখ্যাত মসজিদে কিবলাতান এর ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন সৌদির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ আলে শেখ। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘আল কিবলাতাইন মসজিদের ইমাম ও মসজিদের নববির সাবেক ইমাম শায়খ মাহমুদ খলিল আল কারির মৃত্যুর খবর পেয়ে আমরা অত্যন্ত শোকাহত।

মহান আল্লাহ তাঁর প্রতি অনুগ্রহ করুন ও তার সব পাপ মোচন করুন এবং তার ভালো কাজের উত্তম বিনিময় দিন। আমরা তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাদের সবাইকে ধৈর্য ধারণের তাওফিক দিন।

শায়খ মাহমুদ খলিল আল কারি মদিনায় জন্মগ্রহণ করেন। তিনি মাত্র ১০ বছর বয়সে পবিত্র কোরআন হিফজ করেন এবং তাঁর পিতা শায়খ খলিল আল কারির কাছে ইজাজাহ গ্রহণ করেন।

তিনি মদিনার তাহফিজুল কোরআন মাদরাসায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তর সম্পন্ন করেন। এরপর মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে কোরআন ও ইসলামিক স্টাডিজ বিষয়ে স্নাতন ডিগ্রি লাভ করেন। সূত্র : আল আরাবিয়া

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ