শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৬ অপরাহ্ন

মারা গেলেন বাজাজ গ্রুপের চেয়ারম্যান রাহুল বাজাজ!

রাব্বি মল্লিক / ২০১ বার
আপডেট : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

ভারতের বাজাজ গ্রুপের সাবেক চেয়ারম্যান প্রবীণ শিল্পপতি রাহুল বাজাজ মারা গেছেন।শনিবার (১২ ফেব্রুয়ারি) পুনেতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বাজাজ গ্রুপের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত বছর এপ্রিলে বাজাজ অটোর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রাহুল বাজাজ। পরে তিনি পাঁচ বছরের জন্য ফার্মের চেয়ারম্যান ইমেরিটাস হিসেবে নিযুক্ত হন।

২০০১ সালে পদ্ভূষণ পেয়েছিলেন রাহুল বাজাজ। ১৯৩৮ সালের ১০ জুন কলকাতায় মাড়োয়ারি ব্যবসায়ী কমলনায়ন বাজাজ এবং সাবিত্রী বাজাজের ঘরে জন্মগ্রহণ করেন রাহুল বাজাজ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ